November 12, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular সফর

এই দেশের নাগরিক তাই কপাল পোড়া 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

যেকোন দেশের সমৃদ্ধি বা অভাব সেই দেশের নাগরিকদের জীবনের মানকে গভীর ভাবে প্রভাবিত করে। বিশ্বে যেমন সুখী দেশে বাসকারী নাগরিকরা আছেন তেমনই আছেন সবচেয়ে  বসবাসকারীরাও। কোন দেশ দুঃখী থাকতে চায়। তবু বিভিন্ন কারণে তারা সমস্যায় জর্জড়িত হয়ে পড়ে। এতে দুঃখী দেশের প্রত্যেক নাগরিক দুঃখী হয়। কিন্তু কীভাবে বুঝবো কোন দেশ দুঃখী? সে জন্যই প্রকাশিত হয়েছে পৃথিবীর সবচেয়ে দুঃখী দেশের তালিকা। কোন কোন দেশ সবচেয়ে দুঃখী দেখে নিন এক পলক।

Children suffering dire drought across parts of Africa are 'one disease  away from catastrophe' – warns UNICEF

আফ্রিকা

পৃথিবীর সবচেয়ে দুঃখী দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। মাত্র ২ দশমিক ৫৯ পয়েন্ট পাওয়ায় বিশ্বের সবচেয়ে দুঃখী দেশ হয়েছে দেশটি।

Women in Burundi supported to save time and improve children's nutrition -  CGIAR

বুরুন্ডি

পৃথিবীর সবচেয়ে দুঃখী দেশের তালিকায় দ্বিতীয় সেরা দুঃখী দেশ হয়েছে বুরুন্ডি। তাদের পয়েন্ট ২ দশমিক ৯১।

Tanzania's Poverty Turnaround: The Numbers

তানজানিয়া

তৃতীয় সেরা দুঃখী দেশ তানজানিয়া। ৩ দশমিক ৩৫ পয়েন্ট পেয়ে তৃতীয় সেরা দুঃখী দেশ হয়েছে আফ্রিকার আরেক দেশ তানজানিয়া।

Russia's Buildup in Syria May Thwart Idea of Safe Haven

সিরিয়া

যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া সবচেয়ে দুঃখী দেশগুলোর মধ্যে চতুর্থ স্থানে রয়েছে। চতুর্থ স্থান পাওয়া দেশটির পয়েন্ট ৩ দশমিক ৪৬।

Children of Togo - Humanium

টোগো এবং রুয়ান্ডা

আফ্রিকার দু’টি দেশের পর টোগো এবং রুয়ান্ডা যৌথভাবে পঞ্চম স্থান অর্জন করেছে। দেশ দু’টি ৩ দশমিক ৪৯ পয়েন্ট পেয়ে পঞ্চম দুঃখী দেশ নির্বাচিত হয়েছে।

Related Posts

Leave a Reply