ইউক্রেনে হত্যাযজ্ঞ বন্ধ করার আহ্বান জানালেন পোপ ফ্রান্সিস
কলকাতা টাইমসঃ
ইউক্রেনে হত্যাযজ্ঞ বন্ধ করার আহ্বান জানালেন পোপ ফ্রান্সিস। রোমে ভ্যাটিকান শিশু হাসপাতালে চিকিৎসাধীন ইউক্রেনের শরণার্থী শিশুদের সঙ্গে দেখা করতে গিয়ে একথা জানান তিনি। সেখানে পোপ ফ্রান্সিস বলেন, ইউক্রেনের সাধারণ নাগরিক, অন্তঃসত্ত্বা নারী এবং শিশুদের ওপর বোমা ফেলা হয়েছে।
রোববার শরণার্থী শিশুদের দেখতে গিয়ে পোপ ফ্রান্সিস ইউক্রেনের যুদ্ধকে ‘অনর্থক হত্যাযজ্ঞ’ আখ্যা দিয়ে বলেন, ইউক্রেনে প্রতিদিন নৃশংসতা এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ সংঘটিত হচ্ছে। যুদ্ধের জন্য দায়ী আন্তর্জাতিক সকল পক্ষকে তিনি যুদ্ধ বন্ধে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।