January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

জনপ্রিয় অভিনেত্রীর এখন রাস্তার পাশের দোকানি !

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
রাস্তার পাশের দোকানে খাওয়ার জন্য অপেক্ষা করছিলেন এক ব্যক্তি। খাবার তৈরী বিক্রি করছেন এক মহিলা । কেন জানি না‚ ক্রেতার মনে হচ্ছে খাবার -বিক্রেতা তাঁর পরিচিত। তাঁকে আগে কোথাও দেখেছেন উনি।

হঠাৎ যেন বিদ্যুৎ খেলে গেল চোখে। বিক্রেতা আর কেউ নন‚ অভিনেত্রী কবিতা লক্ষ্মী! মালায়ালাম টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন অতীতে। বেশ কয়েক বছর আগে কবিতা অভিনীত সিটকম ‘ স্ত্রীধনম‘ খুব জনপ্রিয় হয়েছিল। সংশয় দূর করতে জিজ্ঞাসা করেই ফেললেন ক্রেতা। জানলেন তাঁর অনুমান নির্ভুল।

খাবার খাবেন কী‚ ক্রেতা তখন ব্যস্ত ভিডিও তুলতে। ভিডিও তুলে আপলোড করলেন ফেসবুকে। ছড়িয়ে পড়ল ঝড়ের মতো। পরে নিজের দুর্ভাগ্যের কথা একটি ওয়েবসাইটে জানিয়েছেন কবিতা।

কবিতার বক্তব্য‚ এক পর্যটন সংস্থার জালিয়াতির শিকার হয়েছেন তিনি। ওই সংস্থার মাধ্যমে ছেলেকে ইংল্যান্ড পাঠিয়েছিলেন। বিনিময়ে সংস্থা প্রতিশ্রুতি দিয়েছিল‚ পড়াশোনার পাশাপাশি চাকরি পাবেন তাঁর ছেলে। তার জন্য এক বছর ধরে প্রতি মাসে এক লাখ টাকা দিতে হবে কবিতাকে। তখন সেই সামর্থ্য তাঁর ছিল। তাছাড়া ভেবেছিলেন ছেলেও চাকরি পেয়ে যাবে।

কিন্তু তাঁর অভিযোগ‚ ছেলেকে কোনওরকম চাকরির সুযোগ দেয়নি ওই সংস্থা। উল্টে ছ মাসের মধ্যে মিটিয়ে দিতে হয়েছে তাদের এক বছরের প্রাপ্য টাকা। এই জোড়া দুর্বিপাকে দেউলিয়া হয়ে যান কবিতা। বহু কষ্টে একটা গ্র্যানাইট বিক্রির শোরুম দিয়েছিলেন। কিন্তু ব্যাংক ঋণ পাননি। ফলে দোকান বন্ধ হয়ে যায়। রাস্তায় নেমে পিঠা বিক্রি ছাড়া উপায় ছিল না। অভিনেত্রীর অভিযোগ‚ দু-একজন ছাড়া মালায়ালাম সিনেমা ও টিভি ইন্ডাস্ট্রির কেউ তাঁর খোঁজ রাখেনি।

তবে কবিতা জানিয়েছেন‚ খাবার বিক্রিকে জীবিকা করতে তাঁর কোনও অসুবিধে নেই। হোটেলে কাজ করতেও রাজি আছেন। আর্থ্রাইটিসসহ অন্য শারীরিক সমস্যা নিয়েও কাজ করে যেতে চান। কারণ তাঁর মেয়েকেও বড় করতে হবে।

Related Posts

Leave a Reply