বাড়িতে মৃত অবস্থায় পড়ে রয়েয়েছেন পর্ন তারকা জেসিকা জেমস !
কলকাতা টাইমসঃ
পর্ন তারকা জেসিকা জেমসের রহস্য জনক মৃত্যু! ৪৩ বছর বয়সী এই তারকার মৃত্যু নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জেসিকা জেমসের আসল নাম জেসিকা মাইকেল। জেসিকাকে মঙ্গলবার বিকেলে মৃত ঘোষণা করা হয়। জেসিকাকে দেখতে এসে বাড়িতে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন তার স্বামী।
শোনা যাচ্ছে, জেসিকা নাকি হৃদরোগে আক্রান্ত হন। যদিও তদন্ত চলছে। মার্কিন যুক্তরাষ্টের আলাস্কার অ্যাংকোরাগের বাসিন্দা জেসিকা নীল ছবির জগতে আসেন ২০০২ সালে। ২০০৮ সালে তিনি পর্ন স্টুডিও ‘স্পিজো’ প্রতিষ্ঠা করেন।