হামুন ভেস্তে দেবে নবমীর আনন্দ, জানাল আবহাওয়া দফতর   – KolkataTimes
May 6, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

হামুন ভেস্তে দেবে নবমীর আনন্দ, জানাল আবহাওয়া দফতর  

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 

হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে রবিবার দুপুর থেকেই ভোল বদলাতে শুরু করেছিল আবহাওয়া। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের দাপটে রবিবার দুপুর থেকেই কমছিল রোদের তেজ, মাঝেমধ্যেই দেখা মিলেছে মেঘের। সেই ট্রেন্ড বজায় রেখে সোমবার সকাল থেকে দেখা নেই সূর্যের। মেঘে ঢাকা আকাশ।হাওয়া অফিস সূত্রে খবর, বর্তমানে নিম্নচাপটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগর থেকে শক্তি বাড়িয়ে ক্রমশ বাংলাদেশ উপকূলের দিকে এগোতে শুরু করেছে। বঙ্গোপসাগরেই জন্ম হয়ে যাবে ঘূর্ণিঝড়ের। নয়া এই ঘূর্নিঝড়ের নাম হামুন। তবে বিরাট কোনও দুর্যোগের আশঙ্কা নেই। ২৫ অক্টোবর, একাদশীর বিকেলে, চট্টগ্রাম লাগোয়া বাংলাদেশ উপকূলে ঘূর্ণিঝড়টি  ল্যান্ডফল হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

তারই প্রভাবে সোম থেকে আগামী ৭২ ঘণ্টা অর্থাৎ নবমী থেকে একাদশী পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রবল। দশমী ও একাদশীতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা সমুদ্রে আছেন তাঁদের সোমবারের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

Related Posts

Leave a Reply