পাল্টে যাবে করোনা পরবর্তী পৃথিবী -লিওনেল মেসি
কলকাতা টাইমসঃ
পাল্টে যাবে করোনা পরবর্তী পৃথিবী। তেমনটাই মনে করেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পাইস’কে দেওয়া এক সাক্ষাৎকারে বার্সেলোনা তথা আর্জেন্টাইন অধিনায়ক জানান, ‘করোনা পরবর্তী বিশ্ব কেমন অবস্থায় থাকবে তা নিয়ে আমরা সবাই দ্বিধায় রয়েছি। এই কঠিন সময় পার করার অনেকেই তাদের প্রিয়জনদের বিদায় পর্যন্ত জানাতে পারেননি।’
প্রসঙ্গত, আগামী ১২ জুন থেকে শুরু হতে চলেছে ‘লা লিগা’। মেসির মতে, খেলাধুলোর জগৎ আর কখনোই আগের মতো থাকবে না। তিনি বলেন, ‘শুধু ফুটবল নয়, আমি মনে করি জীবনও আর আগের মতো থাকবে না।’