November 14, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular সফর

সমুদ্রের গভীরে পোস্টবক্স! প্রতিদিন দেড় হাজার চিঠি বিলি হয় এখন থেকে 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস 

পৃথিবীজুড়ে এমন অনেক কিছুই রয়েছে, যেগুলো সম্পর্কে ন্যূনতম ধারণাই নেই আমাদের। শুনলে আপনার চোখ কপালে উঠবে। কেউ কি কখনো শুনছেন, সমুদ্রের গভীরে গিয়ে পোস্টবক্সে পোস্টকার্ড পোস্ট করতে হয়? মনে হয় না শুনেছেন ! শুনুন তবে ..

জাপানের সুসামি উপসাগরে তৈরী হয়েছে এমনই এক আশ্চর্য পোস্টবক্স। সমুদ্রউপকূলার গ্রাম ওয়াকায়ামার সুসামা নাম তুলেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। ৫০,০০০ জনসংখ্যা বিশিষ্ট মৎস্যজীবীদের এই শহরে সমুদ্রের ১০ মিটার গভীরের পোস্টবক্স এখানকার অন্যতম বিস্ময়।

প্রতিবছর প্রায় ১,০০০-১,৫০০ পোস্টকার্ড পোস্ট করা হয় সমুদ্রের ১০ মিটার গভীরের এই পোস্টবক্সে।

জাপানের দূর-দূরান্ত থেজে মানুষ আসেন এই পোস্টবক্সটির টানে। এখান থেকে চিঠি পাঠাতে হলে এক বিশেষ ধরণের পোস্ট কার্ড ও কালী কিনতে হয়। এরপর মানুষজন বিশেষ পোশাকে পৌঁছে যান সমুদ্রের ১০ মিটার গভীরে এই পোস্টবক্সের কাছে। সেখান থেকে প্রিয়জনকে পোস্ট কার্ড পাঠানো এক অদ্ভুত অনুভূতি বলেই জানিয়েছেন মানুষজন।

Related Posts

Leave a Reply