পোস্ট করেছেন, দেখলেন লাইক হাইড! তেমনটাই করবে ফেসবুক
কলকাতা টাইমসঃ
ফেসবুকে জ্ঞাতে বা অজ্ঞাতে ক্রমাগত চলতে থাকে একটা লড়াই। তা হলো কে কার থেকে বেশি লাইক এবং এবং কমেন্ট পেলেন তার নিজের পোস্টে। এ এক অসুস্থ প্রতিযোগিতা। যার ফলে অনেকেই না ভেবেই যা খুশি তাই পোস্ট করে দিচ্ছেন ফেসবুকে। পোস্টদাতার চোখ থাকে কেবল লাইক আর কমেন্ট অপশনে।
ফেসবুক কর্তৃপক্ষ এই অসুস্থ প্রতিযোগিতার অবসান ঘটাতে, লাইক কাউন্ট ফিচারটিই তুলে দিতে চলেছে বলে খবর। ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষামূলক ভাবে আপাতত পোস্টের লাইকের সংখ্যা ‘হাইড করা’ শুরু করবে তারা। ইতিমধ্যেই ইনস্টাগ্রাম ৬টি দেশে তাদের পোস্টে লাইকের সংখ্যা হাইড করা শুরু করেছে।