বাহুবলি প্রভাস শেষে মজলেন শ্রদ্ধার প্রেমে !

কলকাতা টাইমস :
শ্রদ্ধা কাপুর ও প্রভাস পরস্পরের দিকে মিষ্টি ভাবে তাকিয়ে আছেন। শ্রদ্ধা একটি গোলাপি রঙের ড্রেস পরেছেন আর প্রভাসকে দেখা যাচ্ছে সাদা টি-শার্টে। তাদের এমনই একটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটি ছড়িয়ে পড়তেই অনেকের মনেই উঁকি দিয়েছে একটি প্রশ্ন। কেউ কেউ ভাবছেন বলিউডের জনপ্রিয় নায়িকা শ্রদ্ধা কাপুরের সঙ্গে প্রেমে মজেছেন প্রভাস?
আদৌ কিন্তু তা নয়। জানা গেছে, প্রভাস- শ্রদ্ধা কাপুরের ভাইরাল হওয়া ছবিটি তাদের আগামী ছবি সাহোর শুটিংয়ের দৃশ্য। ‘সাহো’ ছবিতে প্রভাসের বিপরীতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে।
বেশকিছুদিন আগে এক সাক্ষৎকারে শ্রদ্ধা কাপুরের অভিনয়ের প্রশংসা করেন প্রভাস। বলেন, ‘এর আগে আমি কোনও বলিউড তারকার সঙ্গে কাজ করিনি। ‘সাহো’ ছবিতে চরিত্রটির জন্য শ্রদ্ধা একেবারে সঠিক পছন্দ। ওর সঙ্গে কাজ করতে পেরে আমরাও খুবই ভাগ্যবান।
ওর চরিত্রটা তেমন নয় যে, এলো আর চলে গেল কিংবা শুধুমাত্র কোনও গানের চরিত্রও নয়। খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্র অভিনয় করছে শ্রদ্ধা। শুধু অভিনয়ই নয়, ছবিতে শ্রদ্ধার অনেক অ্যাকশন সিক্যুয়েন্সও রয়েছে।’