দেশে দুর্মূল্য পেঁয়াজ: এরই মধ্যে পেঁয়াজ আমদানি করে তা বিদেশে রফতানি করছে ভারত !
কলকাতা টাইমসঃ
ভারতে এই মুহূর্তে পেঁয়াজের মূল্য ১০০ ছুঁই ছুঁই। দামের ঠেলায় মধ্যবিত্বের হেঁসেলে ত্রাহি ত্রাহি রব। এরই মধ্যে শোনা গেলো এক বিচিত্র খবর। এই প্রবল সংকটের সময় বিপুল পরিমান পেঁয়াজ আমদানি করছে ভারত। শুনলে অবাক হবেন, এই আমদানি কিন্তু নিজের দেশের জন্য নয়। বরঞ্চ এই বিপুল পেঁয়াজ আমদানি করার পর তা ফের রফতানি করা হচ্ছে মালদ্বীপে! নিজেদের সম্পর্ক ভালো রাখতেই নাকি এই সিদ্ধান্ত।
রবিবার টুইট বার্তায় সেদেশের ভারতীয় দূতাবাস জানায়, মূল্যবৃদ্ধি সত্ত্বেও ভারত মালদ্বীপে পিয়াজ রপ্তানি অব্যাহত রাখবে। মালদ্বীপ তাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য সম্পূর্ণরূপে ভারতের ওপর নির্ভরশীল। বর্তমানে নিজেদের সংকট কাটাতে আফগানিস্তান, তুরস্ক, ইরান ও মিসর থেকে পেয়াজ আমদানি করছে ভারত। এরপরও মালদ্বীপে পেঁয়াজ রপ্তানি অব্যাহত রেখেছে ভারত।