করোনা সংকটে খুশির খবর, হা হুতাশ নয় সঠিক সময়ই ভিজবে ধরিত্রী
কলকাতা টাইমস :
করোনার হানায় যে ক্ষতির মুখে পড়েছে দেশ, সেখানে একটু হলেও খুশির বার্তা বয়ে এনেছে এই পূর্বাভাস। কৃষকদের জন্য সুসংবাদ বয়ে আনল আবহাওয়া দফতর। আইএমডি-র পক্ষ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে, চলতি বছরে স্বাভাবিক বর্ষা হবে। এই স্বাভাবিক বর্ষার পূর্বাভাসে কৃষকমহলে খুশির হাওয়া বইতে শুরু করেছে।
২০২০ সালের বর্ষা অর্থাৎ মৌসুমী বৃষ্টিপাত হবে দীর্ঘমেয়াদী গড়ের ১০০ শতাংশ, এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আর্থ বিজ্ঞান মন্ত্রকের সচিব মাধবন রাজীবন বলেন, এবছর বৃষ্টি নিয়ে হা-হুতাশ করতে হবে না,, একেবারে স্বাভাবিক বর্ষা হবে । বড়জোর ৫ শতাংশ কম বা বেশি হতে পারে বৃষ্টির পরিমাণ। পরিমাণগতভাবে ২০২০-র বর্যার মরশুমে মৌসুমী বৃষ্টিপাত হবে ১০০ শতাংশ। ফলে বৃষ্টি নিয়ে হা-হুতাশ করতে হবে না। সঠিক সময়েই বৃষ্টি হবে এবং প্রয়োজনমতে একেবারেই স্বাভাবিক পরিমাণ বৃষ্টি হবে এবার।
করোনার জেরে প্রবল ক্ষতির মুখে ভারতীয় অর্থব্যবস্থা। পরিস্থিতি যা কৃষির উপরই এবার নির্ভর করতে হবে ভারতকে। দেশের অর্ধেকেরও বেশি মানুষের কর্মসংস্থান এই কৃষিক্ষেত্রেই। সে ক্ষেত্রে এ খবর সত্যিই স্বস্তির।