November 12, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular শারীরিক

প্রসবের জন্য নিজে সাইকেল চালিয়ে হাসপাতালে হাজির হলেন গর্ভবতী মন্ত্রী! 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

তিনি সাইকেল অন্ত প্রাণ। যেখানেই পারেন তিনি সাইকেলের গুণ গেয়ে যান নিয়মিত। তারও ওপরে তিনি মন্ত্রী। নিউজিল্যান্ডের গ্রিন পার্টির সদস্যা এবং সে দেশের মহিলা ও পরিবহণ বিষয়ক মন্ত্রী জুলি অ্যান জেন্টার সম্প্রতি এক কাণ্ড ঘটিয়ে সংবাদ শিরোনামে উঠে এলেন।

জানা যাচ্ছে, জুলি ৪২ সপ্তাহের গর্ভবতী ছিলেন। সন্তানের জন্ম দিতে তিনি সাইকেল চালিয়েই হাজির হন হাসপাতালে। এবং নির্বিঘ্নে সন্তানের জন্মও দেন তিনি। সংবাদমাধ্যমকে জুলি জানিয়েছেন, সেই দিনটা ছিল রবিবার। ঝকঝকে সকাল থাকায় তার মনে হয়েছিল, এটা সাইকেল চালানোর আদর্শ দিন। তাই সোজা সাইকেল নিয়েই হাসপাতালে। সেখানে সব কিছু ভালোভাবে মিটে যাওয়ায় ভাগ্যকেই ধন্যবাদ দিচ্ছেন ৩৮ বছরের জুলি। সেই সাইকেল যাত্রার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার পরে তা ভাইরাল হয়ে যায়।

দূষণহীন যান হিসেবে সাইকেলের উপযোগিতা নিয়ে সর্বদা সরব থাকেন পরিবহণ মন্ত্রী জুলি। সেই সঙ্গে সাইকেল চালানোর স্বাস্থ্যকর দিকটিকেও তুলে ধরেন তিনি। এবারে নিজের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিনটিতে সাইকেল চালিয়ে তিনি এক দৃষ্টান্ত সৃষ্টি করলেন বলেই মনে করছেন নেটিজেনরা।

Related Posts

Leave a Reply