সারোগেসির মাধ্যমে দুই সন্তানের মাতা হলেন প্রীতি জিন্টা

কলকাতা টাইমসঃ
এবার সারোগেসির মাধ্যমে দুই সন্তানের মাতা হলেন প্রীতি জিন্টা। আজ বৃহস্পতিবার স্বামী জেনে গুডএনাফের সঙ্গে একটি ছবি পোস্ট করে খবরটি জানিয়েছেন তিনি।
প্রীতি টুইটারে লিখেছেন, ‘সবাইকে একটি দারুণ খবর জানাতে চাই। আমি এবং জেন অনেক উচ্ছ্বসিত এবং আমাদের হৃদয় কৃতজ্ঞতা ও ভালোবাসায় পূর্ণ হয়ে গেছে কারণ আমরা আমাদের যমজ সন্তানকে স্বাগত জানিয়েছি।’ দুই সন্তানের নাম জয় জিন্টা গুডেনাফ ও আরেকজনের নাম জিয়া জিন্টা গুডেনাফ রেখেছেন প্রীতি ও জেন দম্পতি।