January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

সাহসিকতার পুরস্কার স্বরূপ ভিনদেশী যুবককে ফ্রান্সের নাগরিকত্ব দিলেন ম্যাক্রোঁ 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

আফ্রিকার দেশ মালি থেকে আসা এক ভিনদেশীকে নাগরিকত্ব দেওয়ার কথা ঘোষণা করলো ফ্রান্স সরকার। প্যারিসের এক ফ্ল্যাট বাড়ির পাঁচতলার বারান্দায় ঝুলতে থাকা এক শিশুকে বীরত্বের সঙ্গে রক্ষার করার জন্য দেশজুড়ে মামদু গাসামা নামের ওই যুবকের ভূয়সী প্রশংসা করা হয়। রাতারাতি তিনি বিখ্যাত হয়ে ওঠেন  ‘স্পাইডারম্যান’ নামে। গত শনিবার রাতে উত্তর প্যারিসে এই ঘটনাটি ঘটে।

চার বছর বয়সের ওই শিশুকে রক্ষা করার নাটকীয় ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে। এরপরই ফ্রান্সের প্রেসিডেন্ট  ইমানুয়েল ম্যাক্রোঁ তাকে এলিসি প্রাসাদে আমন্ত্রণ জানান এবং ঘোষণা করেন যে গাসামাকে সেদেশের নাগরিকত্ব দেওয়া হবে। পাশাপাশি তাকে একটি সাহসিকতার পদকও দেওয়া হয়। এছাড়াও ফরাসি দমকল বাহিনীতে তাকে চাকরিও দেওয়া হবে বলে জানান ম্যাক্রোঁ। নিজের প্রাণ তুচ্ছ করে শিশুটিকে রক্ষা করার জন্য ফরাসি প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ জানান।

গাসামা জানান, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক বাড়ির সামনে প্রচুর ভিড় দেখতে পান। এরপর তিনি দেখেন যে পাঁচ তলার ব্যালকনি থেকে শিশুটি ঝুলে রয়েছে। আমার চিন্তা করার সময় ছিল না, ঘটনাটি যখন ঘটে শিশুটির বাবা-মা তখন বাড়িতে ছিলেন না।

 

Related Posts

Leave a Reply