February 20, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

শুধুমাত্র একজনের অভাবে গোটা রাজ্যে জারি হল রাষ্ট্রপতি শাসন

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

বাক করা ঘটনা নয়। এটাই নিয়ম। চেষ্টা করেও মণিপুরের পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচন করতে পারেনি বিজেপি। যে কারণে এবার সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হল।

গত রবিবার সন্ধ্যায় একপ্রকার বিনা নোটিসে পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তাঁর পদত্যাগের দাবিতে গত দেড় বছর যাবত মণিপুর অস্থির ছিল। বারে বারে পদত্যাগের দাবি উপেক্ষা করে শেষে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরামর্শে ইস্তফা দেন।

বীরেনের ইস্তফা দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে মণিপুরের দায়িত্বপ্রাপ্ত নেতা সম্বিত পাত্র। সেদিন রাত থেকে মঙ্গলবার পর্যন্ত কয়েক দফায় বৈঠক করেন তিনি। কিন্তু সর্বসম্মতভাবে কাউকেই মুখ্যমন্ত্রী প্রার্থী হিসাবে বেছে নিতে পারেননি।

রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে ঠিকই, তবে বিধানসভা জিইয়ে রাখা যাবে। মাস ছয় রাষ্ট্রপতির অধীনে থাকার পর ততদিনে সর্বসম্মতভাবে নতুন মুখ্যমন্ত্রী বাছাই করা সম্ভব হবে বলে মনে করছে বিজেপি নেতৃত্ব।

Related Posts

Leave a Reply