করোনা আতংকে বন্ধ প্রধানমন্ত্রীর হোলি খেলা
কলকাতা টাইমসঃ
করোনা আতংকে বন্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হোলি খেলা। প্রধানমন্ত্রী নিজেই জানালেন তার এই পরিকল্পনার কথা। আজ সোশ্যাল মিডিয়া মারফৎ প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা করোনা ভাইরাস ঠেকাতে জনসমাগমকে এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছেন। তাই এই বছর তিনি কোনো হোলি উৎসবে অংশ নেবেন না।
করোনা ভাইরাসের মোকাবেলায় ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নেওয়া শুরু করেছে ভারত। ইতিমধ্যেই ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া সহ বেশকিছু দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করেছে ভারত সরকার।প্যারাসিটামল সহ ২৬ রকমের ওষুধ রফতানিও আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। বিদেশ থেকে ভারতে আসা যাত্রীদের ভ্রমণের বিস্তারিত তথ্য ক্ষতিয়ে দেখা হচ্ছে। আগামী ৩০ জুন পর্যন্ত সাংহাই ও হংকংগামী সমস্ত ফ্লাইট বাতিল করেছে এয়ার ইন্ডিয়া।