January 20, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

চীনকে যোগ্য জবাব দেওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

চীনকে যোগ্য জবাব দেওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বুধবার দেশের করোনা নিয়ে রাজ্যের মুক্ষমন্ত্রীদের সঙ্গে  শুরুতেই প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন ভারত ছেড়ে কথা বলবে না। একই সঙ্গে মৃত সেনা কর্মীদের স্মরণে এক মিনিট নীরবতাও পালন করেন তিনি। সেনাদের স্মরণ করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় সেনা মারতে মারতে মরেছে।

প্রধানমন্ত্রী একই সঙ্গে জানান ভারত শান্তিপ্রিয় দেশ হিসেবেই পরিচিত। কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের কোনো রকম অগ্রাসন ভারতীয় সেনা মেনে নেবে না, উপযুক্ত জবাব দেওয়ার জন্য তারা তৈরী। এদিকে আজ বুধবার নিয়ন্ত্রণরেখায় চীনের আগ্রাসন মোকাবিলায় সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় ভারত সরকারের তরফ থেকে।

ভারত-চীন সীমান্ত পরিস্থিতি নিয়ে মঙ্গলবার রাতে তার চার মন্ত্রীকে নিয়ে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সীমান্তের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ও অর্থমন্ত্রীর নির্মলা সীতারমণ।

Related Posts

Leave a Reply