January 19, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular রোজনামচা সফর

এই দ্বীপ রিসোর্টেই হানিমুনে যাচ্ছেন প্রিন্স হ্যারি ও মেগান দম্পতি !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

প্রিন্স হ্যারি ও মেগান দম্পতিকে নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। তাদের বিয়ে যেমন রাজপরিবারের মধ্যে ব্যতিক্রমী হয়ে থাকবে তেমনই অন্যান্য বিষয় গুলোকেও ব্যতিক্রমী করে রাখতে চাইছেন এই দম্পতি। কোথায় হানিমুনে যাবেন এই রাজ্ দম্পতি, তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানান জল্পনা-কল্পনা। তালিকায় ছিল ইন্দোনেশিা থেকে শুরু করে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা। তবে সবাইকে অবাক করে দিয়ে কানাডার একটি রিসোর্টে হানিমুনে যাচ্ছেন প্রিন্স হ্যারি ও মেগান দম্পতি, এমনটাই খবর।

কানাডার বিলাসবহুল একটি রিসোর্টে মধুচন্দ্রিমা হবে প্রিন্স হ্যারি ও মেগানের। খুব শিগগিরিই মধুচন্দ্রিমার উদ্দেশ্যে ইংল্যান্ড থেকে কানাডায় উড়াল দেবেন বৃটিশ রাজ দম্পতি। কানাডার অ্যালবার্টায় অবস্থিত ‘ফেয়ার মন্ট জ্যাসপার পার্ক লজ’ নামের এক বিশাল প্রাকৃতিক রিসোর্টে পা পড়তে চলেছে রাজ্ দম্পতির।

কানাডায় অবস্থিত এই পার্কটি তৈরি করা হয়েছে ৭০০ একর জায়গাজুড়ে। এর প্রতিটি কটেজে রয়েছে ছ’টি বিলাসবহুল শয়নকক্ষ, ঘরের ভেতর দামি পাথরে ঘেরা আগুন জ্বালানোর ব্যবস্থা। ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে এই রিসোর্টের আলাদা একটা সম্পর্ক রয়েছে। এর আগে কানাডার এই পার্কে ১৯৩৯ সালে এসেছিলেন ইংল্যান্ডের রাজা ষষ্ঠ জর্জ। এরপর ২০০৫ সালে ব্রিটেনের রানি দ্বিতীয় রানী এলিজাবেথও এই রিসোর্টে রাট কাটিয়ে যান।

 

Related Posts

Leave a Reply