৬ মাস রাজপুত্র জানালেন ‘তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন’
ব্রিটিশ প্রিন্স উইলিয়াম চলতি বছরের এপ্রিল মাসে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন। গোপনে তিনি চিকিৎসাও নিয়েছেন। তবে নিজে আক্রান্ত হওয়ার তথ্য জনসাধারণকে ওই সময় জানাতে চাননি। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো রাজপরিবারের সূত্র দিয়ে বিষয়টি জানিয়েছে।
দ্য সান পত্রিকার এক প্রতিবেদনে প্রিন্স উইলিয়ামের সূত্রে বলা হয়েছে, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যাপার ছিল এবং আমি কাউকে চিন্তায় ফেলে দিতে চাইনি।
রাজভবনেই প্রিন্স উইলিয়ামের চিকিৎসা করানো হয়েছে। সেখানেও সরকারি নিয়ম মানা হয়েছে বলে দাবি করা হয়েছে। করোনায় আক্রান্ত অবস্থায় কোয়ারেন্টিনে ছিলেন প্রিন্স উইলিয়াম।
রাজপরিবারের একটি সূত্র জানিয়েছে, করোনায় আক্রান্তের পর শ্বাস নিতে সমস্যা হয়েছে প্রিন্স উইলিয়ামের। তাঁর আক্রান্তের বিষয়টি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিও জানতে পেরেছে। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। রাজপরিবারের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।