রাজপুত্র এবং রাজকন্যারা এখানে সাধারণ মানুষ !

কলকাতা টাইমসঃ
সুলতান হুসেন শাহের হাত ধরেই এক সময় ব্রিটিশ উপনিবেশের স্থাপন হয় সিঙ্গাপুরে। সেদেশে এখনো বর্তমান সেই বংশের রাজকুমার, রাজকুমারীরা। বিবর্তনের সাথে সাথে তাদের নামের পেছনে এখন ‘টেঙ্কু’ পরিচয়। এই রাজপুত্র বা রাজকন্যারা গত শতকের শেষ দিকেও জরাজীর্ন রাজপ্রাসাদে গাদাগাদি করে থাকতেন। সুলতান হুসেন শাহের অবস্থানরত ১৪জন বংশধরকে মাসোহারার বিনিময়ে প্রাসাদ ছাড়তে বাধ্য করে সরকার।
সেই রাজপ্রাসাদ এখন জাদুঘর। দেশের অন্যান্যদের মতোই এখন সেখানে বেড়াতে যেতে পারেন রাজ্ পরিবারের সদস্যরা। জানা যাচ্ছে, কোনো রাজপুত্র আজ ট্যাক্সি চালক তো কোনো রাজকন্যা কাজ করেন ফার্মে। কেউ বা নিছক ব্যবসায় মগ্ন। মোদ্দা কথা, পারিবারিক পরিচয়ের জোরে নয়, বর্তমানে তাদের জীবিকা নির্বাহ করতে হয় মেধা দিয়ে।