November 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

শপথ গ্রহণের আগেই দুর্নীতির অভিযোগে ইমরানকে আদালতে তলব! 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। আগামী ১১ আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন দলটির প্রধান ও প্রাক্তন ক্রিকেটার ইমরান খান।

এরই মধ্যে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে সমন জারি করেছে পাকিস্তানের দুর্নীতিদমন আদালত। জানা গেছে, আগামী ৭ আগস্ট ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (ন্যাব) ইমরান খানকে আদালতে হাজির হতে বলেছে। খাইবার পাখতুনখাওয়া প্রাদেশিক সরকারে ২০১৩ সাল থেকে ক্ষমতায় রয়েছে ইমরানের দল। সরকারি হেলিকপ্টার ৭২ ঘণ্টার বেশি সময় ব্যবহার করে সরকারের যে ২১ লাখ ৭০ হাজার রুপি ক্ষতি হয়েছে তার তদন্ত করছে ন্যাব।

ন্যাবের এক কর্তা জানান, আগামী ৭ আগস্ট ইমরানকে আদালতে হাজির হতে বলা হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে, এই অভিযোগ অস্বীকার করে ইমরান খান জানিয়েছেন, এটা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। প্রসঙ্গত, গত ১৮ জুলাই একই অভিযোগে ইমরান খানকে আদালতে হাজির হতে বলা হয়। কিন্তু নির্বাচনের কারণ দেখিয়ে সেই সময় আদালতে হাজির হননি তিনি।

 

Related Posts

Leave a Reply