জীবনের প্রথম বিজ্ঞাপনের জন্য ১ কোটি টাকা পারিশ্রমিক নিলেন প্রিয়া !
কলকাতা টাইমসঃ
প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। দক্ষিণী অভিনেত্রী। ‘ওরু আদার লাভ’-এর ‘মানিক্য মালারায়া পুভি’ গানের দৃশ্যে তার চোখের ইশারায় পাগল হয়েছে আট থেকে আশি। গত ৯ ফেব্রুয়ারি ইউটিউবে দেওয়া হয় গানটি। এরপর তা দেখা হয়েছে প্রায় সাড়ে সাত কোটি বার।
প্রিয়ার জনপ্রিয়তা এখন তুঙ্গে। আর সেই সুযোগকে কাজে লাগানোর জন্য উঠেপড়ে লেগেছেন নির্মাতা আর বিজ্ঞাপনী সংস্থাগুলো। নিজের প্রথম বিজ্ঞাপনে কাজ করতে চলেছেন প্রিয়া। আর প্রথম বিজ্ঞাপনের পারিশ্রমিক হিসেবে এক কোটি টাকা নিচ্ছেন এই দক্ষিণী অভিনেত্রী। জানা গেছে, আগামী শুক্রবার বিজ্ঞাপনটির শুটিং শুরু হবে। একজন নিউ কামার্স হিসেবে টাকার অঙ্কটা চোখে লাগার মতো।
ইনস্টাগ্রামে প্রিয়া প্রকাশ ওয়ারিয়রের অনুরাগীর সংখ্যা এখন ৬২ লাখ ছাড়িয়েছে। ‘মানিক্য মালারায়া পুভি’ গানটি ইউটিউবে পোস্ট করার পর মাত্র এক দিনেই প্রায় ৬ লাখ মানুষ ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার হন।