পাকিস্তানী নায়িকার তোপের মুখে প্রিয়াঙ্কা চোপড়া
কলকাতা টাইমসঃ
কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পর সেনাদের উদ্যেশে একটি পোস্ট করেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তিনি একাধারে ইউনিসেফের শুভেচ্ছাদূতও বটে। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় বিমানবাহিনীর সাহসিকতা নিয়ে স্ট্যাটাস পোস্ট করে এবার তোপের মুখে পড়েছেন এই অভিনেত্রী।
২৭ ফেব্রুয়ারি তিনি টুইটার হ্যান্ডলে লেখেন, ‘জয় হিন্দ। #ইন্ডিয়ান আর্মড ফোর্সেস।’ তবে পাকিস্তান এই বিষয়টিকে ভালো চোখে দেখেনি। পাক-ভারত উত্তেজনা নিয়ে তার ভূমিকা নিরপেক্ষ ছিল না। তাই এখন আর ইউনিসেফের শুভেচ্ছাদূত হওয়ার যোগ্যতা তার নেই, এই দাবি তোলে তারা। এই প্রসঙ্গে পাকিস্তানী তারকা আরমিনা খানের কঠোর সমালোচনার মুখে পড়েন প্রিয়াঙ্কা। জাতিসংঘের তরফে ইউনিসেফের শুভেচ্ছাদূত হওয়া স্বত্ত্বেও এমন মন্তব্যে প্রিয়াঙ্কার সমালোচনা করেন তিনি। আরমিনা খান টুইটারে লেখেন, এর জন্য প্রিয়াঙ্কাকে ক্ষমা চাইতে হবে। এবং ইউনিসেফের শুভেচ্ছাদূত পদ থেকে সরে দাঁড়াতে হবে।’
তিনি আরও লেখেন, ‘ এ ব্যাপারে প্রিয়াঙ্কার কাছে বিস্তারিত জানতে চাই। আমি মনে করি, পাকিস্তান ও গোটা বিশ্বের কাছে প্রিয়াঙ্কার ক্ষমা চাওয়া উচিত। শরণার্থী শিশুদেরকে জড়িয়ে ধরে আপনি যেভাবে ছবি তুলেছেন তা খুবই ভালো। কিন্তু একবার যদি তাদের চোখের দিকে তাকান এবং তাদের যন্ত্রণা দেখেন তাহলে শান্তির জন্য আপনি সব করতে পারবেন।’