শুটিং শুরুর পর ‘ভারত’ থেকে সরে দাঁড়ালেন প্রিয়াঙ্কা! তার সঙ্গে আর ছবি না করার সিদ্ধান্ত সালমানের
কলকাতা টাইমসঃ
বলিউড সুপারস্টার সালমান খানের পরবর্তী ছবি ‘ভারত’-এ অভিনয় করার কথা ছিল প্রিয়াংকা চোপড়ার। এমনকি ছবির শুটিংও নাকি শুরু হয়ে গেছে। কিন্তু প্রিয়াংকার অংশের শুটির শুরুর আগেই সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন নায়িকা। শেষ মুহূর্তে প্রিয়াংকার এমন সিদ্ধান্তে বেজায় চটেছেন সালমান খান।
সূত্রের খবর, প্রেমিক নিক জোনাসের সঙ্গে আগামী অক্টোবরে গাঁটছড়া বাঁধতে চলেছেন প্রিয়াংকা। আর সেই কারণেই আচমকা সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তিনি। বিয়ের বিষয়টা বলিউডে খুশির খবর হলেও সালমানের কাছে তাই এটা মোটেও স্বস্তির নয়। জানা গেছে, প্রিয়াংকার সরে দাঁড়ানোর খবরে প্রচণ্ড রেগে গেছেন সালমান।
এবং আর কখনও প্রিয়াঙ্কার সঙ্গে কাজ না করার সিদ্ধান্তও নিয়েছেন তিনি। এদিকে, প্রিয়াংকা সরে যাওয়ায় কপাল খুলতে পারে ক্যাটরিনা কিংবা জ্যাকলিনের। ইতোমধ্যেই ক্যাটরিনার সঙ্গে নাকি কথাও বলেছেন তারা। লন্ডন থেকে ফিরে এই বিষয়ে তার সিদ্ধান্ত জানাবেন ক্যাটরিনা।