November 12, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

প্রোফাইল পিকচারই যখন আপনার ব্যক্তিত্বের আয়না !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

র্তমান ইন্টারনেটের যুগে আমরা প্রায় সকলেই সোশ্যাল মিডিয়ার নেশায় বুঁদ হয়ে থাকি, বিশেষত তরুণ সমাজ। দিনে ২৪ ঘণ্টার মধ্যে বেশিরভাগ সময়ই ফেসবুক, ইন্সটাগ্রাম, ট্যুইটার, মাইলের পর মাইল স্ক্রল করতে থাকি আমরা। দৈনন্দিন জীবনে ছোটখাটো প্রায় সবকিছুই আপলোড করি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। ফলে, আমরা একে অপরের সম্পর্কে খুব সহজেই কোনও তথ্য পেয়ে যাই।

সাধারণত, সোশ্যাল মিডিয়ায় আমরা আমাদের সেরা ছবিটিই দেওয়ার চেষ্টা করি। কিন্তু, আপনি কি জানেন যে, আপনার প্রোফাইল পিকচারই আপনার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু প্রকাশ করতে পারে?

ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়ার একদল গবেষক তাঁদের গবেষণায় তুলে ধরেছেন, প্রোফাইল পিকচার আপনার ব্যক্তিত্ব সম্পর্কে কী বলে। তবে আসুন দেখে নেওয়া যাক, আপনার প্রোফাইল পিকচার দেখে কী কী জানা যায় বা বোঝা যায়।

১) প্রোফাইল পিকচার সেলফি

প্রোফাইল পিকচারে যদি আপনার কোনও সেলফি পিকচার দেওয়া থাকে, তাহলে আপনি নিজের বিষয়ে একটু বেশিই সচেতন। বিশেষত, নিজের সৌন্দর্য প্রকাশের ক্ষেত্রে। আর, ছবিতে আপনার গম্ভীর মুখের অর্থ হল, আপনি বাকিদের কাছে নিজেকে বেশি প্রকাশ করতে চান না। এছাড়া, হাসিমুখের ছবি আপনার সরল মনোভাব ও সাধারণ থাকাকেই বোঝায়।

২) আবছা ছবি

আপনার প্রোফাইলে যদি আবছা ছবি দেওয়া থাকে, তাহলে বোঝায় যে, আপনি নিজের সম্পর্কে বা প্রোফাইল সম্পর্কে একদমই সচেতন নন। নিজের চেহারা সম্পর্কে আত্মবিশ্বাসী নন।

৩) বন্ধুদের সঙ্গে গ্রুপ ছবি

প্রোফাইল পিকচারে গ্রুপ ফটো থাকার মানে, আপনি বন্ধুদের খুব ভালবাসেন এবং তাদের সঙ্গে সময় কাটাতে বা থাকতে বেশি পছন্দ করেন ও রিল্যাক্স অনুভব করেন। তাদেরকে বিশেষ গুরুত্ব দেন।

৪) ছোটবেলার ছবি

প্রোফাইলে ছোটবেলার ছবি থাকলে বোঝায়, আপনি ছোটবেলার সেই মজার দিনগুলি ফিরে পেতে চান। ছোটবেলার কোনও জিনিস বাড়িতে থাকলে সেটা মাঝেমাঝেই দেখেন। খুব মিস করেন ছোটবেলাকে।

৫) প্রাণীর ছবি

প্রোফাইল পিকচার যদি কোনও প্রাণীর সঙ্গে থাকে, তাহলে আপনি প্রাণীদের খুব ভালবাসেন। তাদের সঙ্গেই সময় কাটাতে বেশি পছন্দ করেন। আপনি মনে করেন যে, মানুষের তুলনায় প্রাণীরা ঢের ভাল।

৬) ঘুরতে যাওয়ার ছবি

আপনার প্রোফাইল পিকচারে যদি কোনও সুন্দর জায়গার ছবি থাকে বা আপনার ছবির ব্যাকগ্রাউন্ডে কোনও সুন্দর জায়গার ছবি দেখতে পাওয়া গেলে, তা থেকে বোঝা যায় – আপনি ঘুরতে ভালবাসেন এবং সময় পেলেই ভ্রমণে বেরিয়ে পড়েন। নতুন জায়গায় নতুন মানুষদের সঙ্গে মিশতেও ভালবাসেন।

৭) সঙ্গীর সাথে ছবি

প্রোফাইল পিকচারে যদি আপনার এবং আপনার প্রিয়জনের একসঙ্গে ছবি থাকে, তাহলে আপনি নিজের সঙ্গীকেই আপনার জীবনে সবথেকে বেশি গুরুত্ব দিতে চান। আর, নিজের বাকি জীবনটুকু তাঁর সঙ্গেই কাটাতে চান। তাকে আপনি ভীষণ ভালবাসেন।

৮) অন্য ছবি

প্রোফাইল পিকচারে নিজস্ব ছবি ছাড়া অন্য ছবি থাকার অর্থ হল, আপনি আপনার জীবনে অত্যন্ত অখুশি বা জীবন নিয়ে একদমই সিরিয়াস নন।

Related Posts

Leave a Reply