November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

তবেই আসবে প্রমোশনের খাম

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ছরের শুরুতেই অনেকের নামে খাম আসতে থাকে প্রমোশনের। পাশে থেকে কলিগকে অভিনন্দন জানাতে নিশ্চয় ভালো লাগে। তবে তার চেয়েও অনেক বেশি ভালো লাগা কাজ করে যদি সেই প্রমোশনের জাদুর খামটা নিজের নামে আসে। কোনো সফলতাই পরিশ্রম ছাড়া আসে না। শুধু পরিশ্রম করলেই হবে না, তা করতে হবে সময় ও পরিকল্পনা মেনে, স্মার্টলি কাজ করলেই আসবে কাঙ্ক্ষিত সফলতা। আর এজন্য যা করতে হবে: 

•    প্রথম শর্তই হচ্ছে, সময় মতো অফিসে যেতে হবে, দেরি করা যাবে না
•    নিজের কাজগুলো ডেডলাইনের আগেই কাজ শেষ করে রাখুন
•    অফিসের নিয়ম কানুন সম্পর্কে জানতে ও মানতে হবে 
•    কোনোভাবেই নিজের অফিসের বা সহকর্মীদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য অন্য অফিসের বা সামাজিক মাধ্যমে করা যাবে না 
•    কোনো সমস্যা হলে নিজেদের মধ্যে কথা বলে মিটিয়ে নিতে হবে 
•    পোশাকে-ব্যবহারে যথেষ্ট সচেতন থাকুন
•    প্রযুক্তি পণ্য ব্যবহার করতে যতটা পারদর্শী হবেন, কাজগুলো যেমন সহজে করতে পারবেন, আপনার সম্পর্কে সবার পজেটিভ ধারণাও তৈরি হবে
•    সরাসরি প্রয়োজন না থাকলেও অফিসের অন্য বিভাগের সহকর্মীদের সঙ্গেও ভালো সম্পর্ক রাখুন। 

প্রতি মুহূর্তে পৃথিবী এগিয়ে যাচ্ছে, আপডেট থাকুন, নিজেকে যদি নিজের কাছে বেস্ট করতে না পারেন, তবে অন্যরাও কিন্তু মূল্যায়ন করবে না। আন্তরিকভাবে নিজের কাজটি করে যান, অফিসের প্রয়োজনেই অফিসই আপনার প্রাপ্য বুঝিয়ে দেবে। 

Related Posts

Leave a Reply