November 24, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

ইংল্যান্ডের ফুটবল মাঠে প্যালেস্তাইনের পতাকা উড়িয়ে অভিনব প্রতিবাদ 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

টানা ৭ দিন ধরে প্যালিস্তিনিদের ওপর অবিরাম গলা বর্ষণ করে চলেছে ইসরায়েল। রবিবার সকালেই আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এবং এপির গাজা অফিস সহ একটি টাওয়ার গুড়িয়ে দেয় ইসরায়েল। ইসরায়েলের এই আগ্রাসনে ইতিমধ্যেই ফুঁসে উঠেছে মুসলিম বিশ্ব। এবার ইসরায়েলের নির্মমতার বিরুদ্ধে ফুটবল মাঠেই অভিনব প্রতিবাদ জানালেন লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী।

শনিবার রাতে ওয়েম্বলিতে ফাইনালে চেলসিকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো এফএ কাপ জিতে নেয় লেস্টার সিটি। জয়ের পর সতীর্থ ওয়েসলি ফোফানাকে সঙ্গে নিয়ে প্যালিস্তিনি পতাকা তুলে ছুটে বেড়াতে দেখা যায় তাকে। এমনকি পুরস্কার নেওয়ার সময়ও হামজার গায়ে জড়ানো থাকে প্যালিস্তিনের পতাকা। প্রসঙ্গত, চেলসির মালিক হলেন রোমান আব্রাহমভিচ, যিনি একজন রুশ বংশোদ্ভূত ইসরায়েলি ধনকুবের।

Related Posts

Leave a Reply