September 29, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ইউক্রেনে হামলার প্রতিবাদে প্রবল বিক্ষোভ রাশিয়ায়: গ্রেফতার ১০ হাজার 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

উক্রেনে হামলার প্রতিবাদে প্রবল বিক্ষোভ চলছে রাশিয়ায়। সেদেশের যুদ্ধবিরোধী জনগণ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন বেশ কিছুদিন ধরেই। জানা যাচ্ছে এখনো পর্যন্ত প্রায় ১০ হাজার বিক্ষোভকারীকে আটক করেছে রুশ পুলিশ। বিক্ষোভের ওপর নানারকম বিধি-নিষেধ আরোপ করা হলেও ক্রমাগত বেড়ে চলেছে বিক্ষোভের মাত্রা।

জানা যাচ্ছে, রবিবার রাশিয়াজুড়ে যুদ্ধবিরোধী বিক্ষোভ কর্মসূচি থেকে ৪ হাজার ৩০০ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে মস্কো থেকেই আটক করা হয়েছে ১ হাজার ৭০০ ব্যক্তিকে। ওভিডি-ইনফো নামে একটি মানবাধিকার সংস্থা বলছে, মোট ৫৩টি শহর থেকে বিক্ষোভকারীদের আটক করা হয়েছে। হামলা শুরুর পর থেকে এগারো দিনে দশ হাজারের মতো রাশিয়ানকে আটক করা হয়েছে। প্রসঙ্গত, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর কারাগার থেকে বিরোধী নেতা আলেক্সি নাভালনি জনগণকে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির আহ্বান জানান।

Related Posts

Leave a Reply