February 23, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

নেইমার-কে নিয়ে টানাটানি, আতঙ্কে ব্রাজিলে উপস্থিত পিএসজি কর্তা !

[kodex_post_like_buttons]
নিউজ ডেস্কঃ
নেইমারের মন নাকি টিকছে না পিএসজিতে। তিনি আবারও ফিরে আসতে চান বার্সেলোনায়! রাকিতিচ, কৌতিনিয়োরা স্বাগতও জানিয়ে ফেলেছেন ব্রাজিলের এই তারকাকে। বসে নেই রিয়াল মাদ্রিদও। তারা নাকি ৪০০ মিলিয়ন ইউরোয় দলে আনতে চায় নেইমারকে! 
এমন গুঞ্জনে চুপ করে বসে থাকার উপায় নেই। তাই নেইমারকে ‘বোঝাতে’ ব্রাজিল ছুটে আসেন পিএসজির কর্ণধার নাসের এল খেলাইফি। অফিশিয়ালি বলা হচ্ছে, এই সফরটা পূর্বনির্ধারিত। তা ছাড়া দলের সেরা তারকার অস্ত্রোপচারের পর তাঁকে দেখতে আসতেই পারেন খেলাইফি। তবে স্প্যানিশ মিডিয়ায় গুঞ্জন, নেইমারকে ধরে রাখার প্রচেষ্টাতেই তিনি ব্রাজিলে হাজির হন।

Related Posts

Leave a Reply