January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

তাজমহল পবিত্র করতে ধূপ-ধুনো দিয়ে পূজা-আরতি !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

তাজমহলের পবিত্রতা ফিরিয়ে আনতে ধূপ-ধুনো দিয়ে পূজা-আরতি করার অভিযোগ উঠল বজরং দলের এক মহিলা নেত্রী ও তার দুই সঙ্গীর বিরুদ্ধে। তাদের অভিযোগ নামাজ পড়ার কারণে তাজমহলের পবিত্রতা নাকি নষ্ট হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই তোলপাড় শুরু হয়েছে দেশ জুড়ে।

আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ও সিআইএসএফ -এর পক্ষ থেকে ওই ভিডিওর সত্যতা যাচাই করে দেখা হবে বলে জানানো হয়েছে। রাষ্ট্রীয় বজরং দলের মহিলা শাখার জেলা সভাপতি মীনা দিবাকর নিজেও বিষয়টি স্বীকার করে জানান, ‘আমরা ধূপকাঠি, দেশলাই আর গঙ্গাজল নিয়ে তাজমহল চত্বরে প্রবেশ করি এবং মসজিদে আরতি করি। আমরা আসলে জায়গাটি পবিত্র করছিলাম। কেননা এটি একটি শিব মন্দির। নমাজ পড়ে এই মন্দিরের পবিত্রতা নষ্ট হয়েছে।’

তিনি আরও জানান ‘তেজো মহালয়া বা শিব মন্দিরের জন্যই তাজমহল তার পরিচিত পেয়েছে। এই স্থানে কেবলমাত্র শুক্রবারই নামাজ পড়ার অনুমতি রয়েছে। কিন্তু তা সত্ত্বেও অন্য দিনগুলোতেও এখানে নামাজ পড়া হচ্ছে। তাই আমরা আরতি করে জায়গাটাকে পবিত্র করছি।’

 

Related Posts

Leave a Reply