পুলিৎজার জিতে নিলেন ৩ কাশ্মীরি ফটোজার্নালিস্ট
কলকাতা টাইমসঃ
আজ করোনা আতংকে বিশ্বজুড়ে চলছে লকডাউন। আজ থেকে ঠিক ১০ মাস আগে গত আগস্টে কাশ্মীরে শুরু হয়েছিল অভূতপূর্ব লকডাউন। একটানা কারফিউর মধ্যে সেখানকার শ্বাসরুদ্ধকর পরিস্থিতির ছবি তুলে এবছরের পুলিৎজার পুরস্কার জিতে নিলেন ‘এপি’র তিন ফটোগ্রাফার তারা হলেন দার ইয়াসিন, মুক্তার খান ও চান্নি আনন্দ।
করোনা আক্রান্ত বিশ্বে এই প্রথম ভার্চুয়ালি ঘোষণা করা হলো পুলিৎজার পুরস্কার প্রাপকদের নাম। পুলিৎজার কমিটির প্রধান ডানা ক্যানেডি তার বাড়িতে বসে ইউটিউব লাইভস্ট্রিমে বিজয়ীদের নাম ঘোষণা করেন। ‘অস্থির জীবন’ এর আকর্ষণীয় ছবি তুলে এবারের পুলিৎজার পুরস্কার জিতে নেন তিন জন কাশ্মীরি ফটোজার্নালিস্ট। পুলিশের কড়া নজরদারির মধ্যে কখনো সবজির ব্যাগে ক্যামেরা লুকিয়ে বিক্ষোভ এবং পুলিশি অভিযান থেকে মানুষের প্রাত্যহিক জীবনের ছবি তুলে ধরেছেন এই ৩ জন।