বিদেশে পাঠরত ভারতীয় শিক্ষার্থীদের কোয়ারেন্টাইনে থাকার খরচ যোগাবে সিরাম কর্তা
কলকাতা টাইমসঃ
বিদেশে পাঠরত ভারতীয় শিক্ষার্থীদের কোয়ারেন্টাইনে থাকার খরচ যোগাবে সিরাম। তাদের তৈরী কোভিশিল্ড নেওয়ার পরেও ভারতীয় শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে ইউরোপের কিছু দেশে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। এর জন্য তাদের বাড়তি খরচের বোঝা নিজের কাঁধে নেওয়ার কথা ঘোষণা করলো সিরাম কর্তা আদার পুনাওয়ালা। এক টুইট বার্তায় পুনাওয়ালা জানান, যে সমস্ত ভারতীয় শিক্ষার্থীরা বিদেশে পড়তে গিয়ে কোভিশিল্ড নেওয়ার পরেও কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে তাদের জন্য ১০ কোটি টাকা সরিয়ে রেখেছি আমি। প্রয়োজন হলে আর্থিক সহায়তার জন্য আবেদন করুন তাঁরা।
প্রসঙ্গত, অক্সফোর্ড-অ্যাসট্রাজেনেকার তৈরী ভ্যাকসিনের ভারতীয় সংস্করণের নাম কোভিশিল্ড। যার উৎপাদনের দায়িত্বে রয়েছে সিরাম ইনস্টিটিউট। ইউরোপের কয়েকটি দেশ এখনো এই ভ্যাক্সিনকে অনুমোদন দেয়নি। ফলে এই টিকা নেওয়ার পর ভারতীয় শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে নিজের খরচে ১০ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।