ধর্ষণের শাস্তি স্বরূপ এবার নপুংসক করার রাস্তায় হাটতে চলেছে পাকিস্তান
কলকাতা টাইমসঃ
ধর্ষণের শাস্তি স্বরূপ এবার নপুংসক করার রাস্তায় হাটতে চলেছে পাকিস্তান। রাসায়নিক প্রয়োগের মাধ্যমে এমনই শাস্তির বিধান নিয়ে বিল পাস করা হলো পাকিস্তানের সংসদে। গতকাল অর্থাৎ বুধবার এই বিল পাস করা হয় বলে খবর।
সম্প্রতি পাকিস্তানে মহিলা এবং শিশু ধর্ষণের মতন ঘটনা অত্যাধিক মাত্রায় বেড়ে গিয়েছে। দেশের মানুষের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবির মুখে এই বিলটি পাস করা হয়েছে বলে মনে করা হচ্ছে। মেডিকেল বোর্ডের তত্বাবধানে রাসায়নিকের মাধ্যমে একজন পুরুষের যৌন ক্ষমতা কেড়ে নেওয়া হবে এই প্রক্রিয়ায়। এই শাস্তি নির্ধারিত হবে আদালতের মাধ্যমে।
এমন কঠোর শাস্তির বিধানের পরেও সোনা যাচ্ছে বিরোধী মত। জামায়াত-ই-ইসলামির তরফে বলা হয়েছে, ‘এই ধরণের শাস্তি ইসলাম-সম্মত নয়। একজন ধর্ষককে প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত।’ উল্লেখ্য, দক্ষিণ কোরিয়া, পোল্যান্ড, চেক রিপাবলিক এবং যুক্তরাষ্ট্রের কিছু অঙ্গরাজ্যে এই ধরণের শাস্তির বিধান রয়েছে।