দূষণ বিধি না মানায় পাঞ্জাবের গ্রেফতার ৮৪ জন কৃষক, ১৭৪ জনের বিরুদ্ধে মামলা
কলকাতা টাইমসঃ
দূষণ বিধি না মানায় বৃহস্পতিবার পাঞ্জাবের অন্তত ৮৪ জন কৃষককে গ্রেফতার করেছে পুলিশ। পাঞ্জাব পুলিশ সূত্রে খবর, রাজ্যের ১৭৪ কৃষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত তিন দিনে পাঞ্জাবের ১৭ হাজার খামারে খড় পোড়ানোর অভিযোগ পাওয়া গেছে।
উল্লেখ্য, গত সোমবার দিনই পাঞ্জাব ও হরিয়ানায় ক্ষেতে ফসল কাটার পর পড়ে থাকা গাছের অবশিষ্ঠাংশ পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত নয়াদিল্লির বায়ূ দূষণ এবছর ভয়াবহ রূপ নিয়েছে। দূষণের প্রধান কারণ হিসেবে দায়ী করা হচ্ছিলো এই প্রতিবেশী দুই রাজ্যকে। সেখানকার বিস্তীর্ণ ক্ষেতে জ্বালানো আগুনের ধোঁয়ায় ঢেকে যায় দিল্লির আকাশ। এরপরই দূষণ রোধে সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ।