January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

মকরে জগন্নাথের দর্শনে পদপিষ্ট নাবালিকা সহ একাধিক পুণ্যার্থী

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
কর সংক্রান্তিতে পুরীর মন্দিরে বিপত্তি। রবিবার সকালে সংক্রান্তি উৎসবে জগন্নাথদেবের দর্শনে উপচে পড়েছিল ভিড়। এরই মধ্যে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে যান একাধিক দর্শনার্থী। জানা গিয়েছে, পদপিষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন দুই পুণ্যার্থী। তাদের মধ্যে একজন নাবালিকা। বর্তমানে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে।
জানা গিয়েছে, মকর সংক্রান্তি উপলক্ষে পুরীর জগন্নাথদেবের মন্দিরে  প্রতিবছরের মতোই ভিড় দেখা যায়। মন্দিরের সিংহদ্বারের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শয়ে শয়ে মানুষকে। সকলেই জগন্নাথদেবের দর্শনের জন্য অপেক্ষায় ছিলেন। এদিকে, মকর সংক্রান্তির কিছু আচারের জন্য মন্দিরের দরজা খোলায় বিলম্ব হয়েছিল। সিংহদ্বার খুলতেই হুড়োহুড়ি করে ভক্তরা ভিতরে প্রবেশের চেষ্টা শুরু করেন। আর তাতেই ঘটে বিপত্তি। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে পড়েন অনেকে। শিশুকন্যাকে নিয়ে জগন্নাথদেবের দর্শনে এসেছিলেন পুরীর হাতাগাদিয়া শাহির বাসিন্দা সুলোচনা শাহু। কটকের পিথাপুর থেকে তাঁরা মন্দির দর্শনে এসেছিলেন। মন্দিরের ভিতরকথায় মঙ্গলারতি দেখার জন্য তাড়াহুড়ো করে প্রবেশ করতে গিয়েছিলেন তাঁরা। আর সেই সময়ই ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে যান। মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারান সুলোচনা শাহু। শ্বাসকষ্ট শুরু হয় তাঁর শিশুকন্যা দিব্যা শাহুরও। আরও আটজন ভক্ত এই ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বলে খবর। তাদের মধ্যে অনেক শিশুও রয়েছে। প্রত্যেকেরই চিকিৎসা চলছে।

Related Posts

Leave a Reply