September 29, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

সত্যির দায়ে কান ঢাকা পুতিনের, বহু উপদেষ্টাকে গৃহবন্দি করে নিজেও গা ঢাকা 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

বারও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার দাবি, পুতিন তার বেশ কয়েকজন উপদেষ্টাকে গৃহবন্দি করে রেখেছেন। এমনকি নিজেও কোথাও গা ঢাকা দিয়ে থাকতে পারেন।

ইউক্রেনে রুশ সামরিক অভিযানের বিষয়ে কথা বলতে এই মন্তব্য করেন বাইডেন।

এ সময় বাইডেন আরও বলেন, “ইউক্রেনের কয়েকটি অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের যে ঘোষণা দিয়েছে রাশিয়া, তা নিয়ে ঘোর সন্দেহ রয়েছৈ। তিনি (পুতিন) হয়তো নিজেও কোনও গোপন ঠিকানায় চলে যেতে পারেন। তাছাড়া তার কয়েকজন উপদেষ্টাকে হয় বরখাস্ত করা হয়েছে, নয়তো তাদের গৃহবন্দি করে রাখা হয়েছে।”মার্কিন প্রেসিডেন্টের দাবি, রাশিয়ার প্রেসিডেন্টকে নিয়ে তিনি এমন অনেক কিছু শুনছেন। আপাতত আর কিছু বলছেন না।

তিনি আরও জানান, কিয়েভসহ ইউক্রেনের কিছু জায়গা থেকে মস্কো সেনা কমানোর ঘোষণা করেছে বটে। তবে তার বাস্তবায়ন কতটা হচ্ছে বা আদৌ হচ্ছে কি না তা নিয়েও তার যথেষ্ট সন্দেহ আছে।

আমেরিকার প্রেসিডেন্ট আরও বলেন, কিছু জায়গায় সেনা নিয়ন্ত্রণও করে থাকতে পারে রাশিয়া। কিন্তু এর ফলে ডোনবাস অঞ্চলে আক্রমণ আরও বাড়তে পারে।

বাইডেনের কথায়, “তাই নিশ্চিত করে বলা যাবে না, কিয়েভ থেকে সেনা সরছে কি না। বরং এই প্রমাণ মিলছে যে, পুতিন ডোনবাসে আরও বেশি সংখ্যক সেনা পাঠাচ্ছেন।”

Related Posts

Leave a Reply