November 12, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular রোজনামচা

নিজেই ট্রাক চালিয়ে ইউরোপের দীর্ঘতম সেতুর উদ্বোধন করলেন পুতিন 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

বিতর্কিত ক্রিমিয়ার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করল রাশিয়া। এর জন্য তৈরী করা হয়েছে ১৯ কিলোমিটার দীর্ঘ একটি সেতু, যার নাম ‘ক্রিমিয়া ব্রিজ’। গতকাল নিজে সেতুটির ওপর দিয়ে  ট্রাক চালিয়ে সেটির উদ্বোধন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সেতুটি তৈরি করা হয়েছে কের্চ প্রণালীর ওপর দিয়ে। এতে ব্যয় হয়েছে ৩.৬৯ বিলিয়ন ডলার। ইউরোপের দীর্ঘতম সেতু এটি। আগামী ডিসেম্বরে সেতুটির নির্মাণকাজ সমাপ্ত হওয়ার কথা থাকলেও অত্যন্ত দক্ষতার সঙ্গে নির্ধারিত সময়ের আগেই সেতুটি নির্মাণ কাজ শেষ  হয়। ২০১৫ সালে সেতুটির নির্মাণকাজ শুরু হয়েছিলো। এতে ‍চারটি লেন সড়ক এবং দুটি রেলপথের জন্য লাইন রয়েছে। মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট একটি কমলা রঙের ট্রাক চালিয়ে সেতুটি উদ্বোধন করেন। অতীতে এ পথে ফেরি চলাচল করত। তবে তা আবহাওয়ার ওপর নির্ভরশীল ছিল। প্রায়ই খারাপ আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ থাকত।

ক্রিমিয়া ভূখণ্ড আগে ইউক্রেনের অংশ ছিল। তবে ২০১৪ সালের মার্চে এক গণভোটের মাধ্যমে কৃষ্ণ সাগরের তীরবর্তী ক্রিমিয়া রাশিয়ার সঙ্গে যুক্ত হয়। তবে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপের একত্রিত হওয়াকে মেনে নেয়নি পশ্চিমি দেশগুলো।

রাশিয়া ও ক্রিমিয়ার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করার জন্যই সেতুটি নির্মিত হয়েছে। স্থানীয় লোকজন ওই সেতুকে ‘পুতিন সেতু’ হিসেবে নামকরণ করেছে। ১৯ কিলোমিটার দীর্ঘ এই সেতু ইউরোপের দীর্ঘতম সেতু। রাশিয়ার সরকারি গণমাধ্যম এই সেতুকে শতাব্দীর সেরা নির্মাণ বলে আখ্যা দিয়েছে।

 

Related Posts

Leave a Reply