করোনার নেজাল ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নিলেন পুতিন
কলকাতা টাইমসঃ
করোনার নেজাল ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্পুটনিকের এই নেজাল ভ্যাকসিন মূলত রফতানি করার উদ্যেশ্যেই তৈরী করা হচ্ছে বলে জানা যাচ্ছে। ভ্যাকসিন নেওয়ার পর পুতিন বলেন, স্পুটনিক ভি টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাস পর তিনি বুস্টার ডোজ নিয়েছেন। কারণ, তার অ্যান্টিবডির মাত্রা কমে গিয়েছিল।
জানা যাচ্ছে আগামী বছরের শুরুতেই বাজারজাত হতে পারে এই নেজাল ভ্যাকসিন। স্পুটনিক-ভি ভ্যাকসিন মূলত দুই ডোজের ইনজেকশন। এই টিকা এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পায়নি। ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সিও এই টিকার অনুমোদন দেয়নি। এই অবস্থায় এই নতুন ভ্যাকসিন হু এর অনুমোদন আদায় করতে কতদিনে পারবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।