January 18, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

কিউ সব সময় ইউ-কে সঙ্গে নিয়ে আসে, কেন জানেন ?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

নিশ্চয়ই লক্ষ্য করেছেন কিউ (q) দিয়ে যেসব শব্দ শুরু হয়, সেগুলোতে কিউয়ের পর ইউ (u) থাকে। যেমন: quick, quiet, queen, quack ইত্যাদি। জানা না থাকলে জেনে নিন কিউ সব সময় ইউ-কে সঙ্গে নিয়ে আসে কেন?

‘কিউ’ বর্ণটি মূলত ফরাসি ডিকশনারি থেকে কিউ অক্ষরটা এসেছে ইংরেজিতে। নরম্যানরা ইংরেজি ভোকাবুলারিতে কিউ নিয়ে আসে। ১০৬৬ সালে নরম্যান সাম্রাজ্যের আগে ইংরেজদের কাছে কিউ-এর অস্তিত্বই ছিল না। নরম্যানরাই ফরাসির অনুকরণে কিছু ইংরেজি বানানে পরিবর্তন আনে।

কিন্তু ফরাসিরা কে-এর বদলে কিউ ব্যবহার করেন। মূলত লাতিনরা কেডব্লিউ (kw)-এর বদলে কিউইউ (qu) ব্যবহার করতেন। রোমানরা তিনটি সঙ্কেত ব্যবহার করতেন গামা (gamma), কাপা (kappa) ও কোপা (koppa) শব্দে। গামা থেকে এসেছে সি ও জি, কাপা থেকে এসেছে কে ও কোপা থেকে এসেছে কিউ। দেখলেন তো, এক কিউ-এর ইতিহাস জানতে কত পেছনে চলে যেতে হলো!

Related Posts

Leave a Reply