কাতার বিশ্বকাপের জন্য অপেক্ষা অপেক্ষা করছে চমকপ্রদ সব চমক
কলকাতা টাইমসঃ
মধ্যপ্রাচ্যে এই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় আসর বিশ্বকাপ। সেই বিশ্বকাপ নিয়েই নানান আশার বাণী শুনিয়েছে বিশ্ব ফুটবল সংস্থার প্রধান। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জেনেভায় এক ভার্চুয়াল সম্মেলনে উপস্থিত থেকে জানান, “২০২২ সালের ফুটবল বিশ্বকাপে দারুন সব ম্যাজিক অপেক্ষা করছে, ফুটবল বিশ্বকে আরও আশ্চর্যজনক করে তুলবে এই বিশ্বকাপ। যা ফুটবলকে আরও আকর্ষণীয় করে তুলবে দর্শকদের কাছে।”
প্রসঙ্গত, করোনা আবহে বিশ্বজুড়ে বাতিল করতে হয়েছে একাধিক বড় টুর্নামেন্ট। সাময়িক ধাক্কা সামলে আজ নিউ নর্মালে দর্শকশূন্য স্টেডিয়ামেই চলছে বিভিন্ন টুর্নামেন্টগুলি। সেই পরিস্থিতিতে, ফুটবলপ্রেমীদের জন্য এবার সুখবর দিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। ২০২২ সালের কাতারে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দর্শক পূর্ণ গ্যালারিতেই। স্বভাবতই এই ঘোষণায় আশায় বুক বেঁধেছেন ফুটবল প্রেমী আপামর জনতা।