March 13, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা শারীরিক

বিপদ : আসল ওষুধ চাইলে এটা স্ক্যান না করেই কিনুন 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, ওষুধ প্রস্তুতকারক সংস্থা কিউআর কোড থেকে শুরু করে ব্যাচ নম্বর কিছুই বাদ দেয়নি, সবটাই হুবহু নকল করে জালিয়াতি চালিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এমন কায়দায় ওষুধগুলো বানানো হয়েছে যে ধরার কোনও উপায় ছিল না। যে কারণে আসল-নকল সব ওষুধই সমান তালে বাজারে বিকোচ্ছিল। এভাবেই এতদিন ধরে চলছিল অসাধু কারবার।

হাওড়া থেকে লক্ষ লক্ষ টাকার জাল ওষুধের সন্ধান মেলার পরই জানা যায়, মূলত উচ্চ রক্তচাপের বা হাই ব্লাড প্রেশারের ওষুধ ছিল সেখানে। বেশ কিছু ওষুধ বাজেয়াপ্তও করা হয়েছে ইতিমধ্যেই।

যাদের বাড়ির কোন‌ও সদস্যের উচ্চ রক্তচাপের সমস্যা আছে, তাঁরা রক্তচাপ কমানোর জন্য প্রেশারের ওষুধ খান। সকলেই মোটামুটি ‘টেলমা’ (Telma) নামটির সঙ্গে পরিচিত। সেই ‘টেলমা’ নামের ওষুধ নিয়েই এত ঝামেলা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ওষুধের ব্যাচ নম্বর ০৫২৪০৩৬৭। এই ব্যাচ নম্বরের জাল প্রেশারের ওষুধই রাজ্যের খোলা‌ বাজারে ছড়িয়ে পড়েছে। এমনটাই জানাচ্ছে রাজ্য ড্রাগ কন্ট্রোল।

আমতায় এক কোটি ৮৬ লক্ষ টাকার জাল টাকার জাল ওষুধের সন্ধান মেলার পরই জানা যায়, মূলত উচ্চ রক্তচাপের বা হাই ব্লাড প্রেসারের ওষুধ ছিল সেখানে। ২০ লক্ষ টাকার ওষুধ বাজেয়াপ্তও করা হয়েছে ইতিমধ্যেই। এখন চাপে পড়ে কিউআর কোড স্ক্যান করে সাধারণ মানুষকে নির্দিষ্ট ব্যাচের ওষুধ পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফে।

Related Posts

Leave a Reply