নকল হাত ব্যবহার করেন রানি দ্বিতীয় এলিজাবেথ!
কলকাতা টাইমসঃ
বিভিন্ন অনুষ্ঠানে গেলে রাজ পরিবারের রেওয়াজ সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নাড়ানো। গত কয়েক যুগ ধরে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ যা খুব উদ্যমের সঙ্গে করে আসছেন। হাত নাড়াতে নাড়াতে ৯২ বছরের রানি কখনও যদি ক্লান্ত হয়ে যান তাতেও কোনো ক্ষতি নেই। কারণ তখন নকল হাত ব্যবহার করতে পারবেন তিনি। পিপল সাময়িকীর মতে, রাজকুমারী অ্যানির উদ্ধৃতি দিয়ে লেখক রবার্ট হার্ডম্যান তার বইতে লিখেছেন, একবার অস্ট্রেলিয়ার একদল শিক্ষার্থী রানিকে ওই নকল হাতটি উপহার হিসেবে দিয়েছিল।
রাজকুমারী অ্যানি বলেন, ওই শিক্ষার্থীরা ভেবেছিল রানি হয়তো এটি দেখে বিরক্ত হবেন কিংবা উপহারটি পছন্দ করবেন না। কিন্তু রানি ওই উপহারে বেশ মুগ্ধ হয়েছিলেন। নকল ওই হাতটি রানি কখনও ব্যবহার করেছেন কী না তা স্পষ্ট করে জানাননি অ্যানি। তবে অনেক পর্যবেক্ষকের ধারণা, রানি ওই নকল হাত ব্যবহার করেছেন। কারণ, তার হাত নাড়ানো সবসময় একই রকম দেখায়, কখনো কখনো যন্ত্রের মতো মনে হয়।