কুইন এবার কাবাডির দঙ্গলে – KolkataTimes
April 13, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

কুইন এবার কাবাডির দঙ্গলে

[kodex_post_like_buttons]

 

বলিউড কুইন কঙ্গনা রানাউত একজন ব্যস্ত এন্টারটেইনার। ‘তনু ওয়েডস মনু’ তারকা এখন ‘মেন্টাল হ্যায় কেয়া’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত।

তাঁকে নিয়ে নতুন খবরটি হলো, শিগগিরই একটি স্পোর্টস ড্রামাতে অভিনয় করতে যাচ্ছেন এই বলিউড অ্যাক্টিং পাওয়ারহাউস। যেখানে তাঁকে একজন কাবাডি খেলোয়াড়ের ভূমিকায় দেখা যাবে।

জানা গেছে, পরিচালক আশ্বিনী আয়ার তিওয়ারির পরবর্তী স্পোর্টস ড্রামাতে আসছেন কঙ্গনা রানাউত। ছবিটিতে কঙ্গনার সাথে কাজ করতে পারবেন ভেবে ‘বারিলি কি বরফি’ পরিচালক দারুণ এক্সাইটেড। আগামী অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ছবিটির শুটিং হবে। তবে ছবিটির নাম এখনো ঠিক হয়নি।

নির্ভরযোগ্য সূত্রটি আরো জানায়, ছবিটিতে একজন কাবাডি খেলোয়াড়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে। এর জন্য তিনি ট্রেনিংও নেবেন। ‘মেন্টাল হ্যায় কেয়া’র শুটিং ১১ জুলাই শেষ হচ্ছে। এর পর মুম্বাই ফিরবেন কঙ্গনা। তার পরই ‘মণিকর্ণিকা’র কিছু সিকোয়েন্স বাকি আছে, সেগুলো শেষ করবেন। এর পর দুই দিনের একটা ব্র্যান্ড শুট। আশা করা হচ্ছে, আগস্টেই এক সাথে বসবেন কঙ্গনা আর আশ্বিনী। শুরু করবেন ওয়ার্কশপ।

জানা গেছে, ইতিমধ্যেই একজন কাবাডি কোচ খোঁজা শুরু করেছেন পরিচালক আশ্বিনী আয়ার তিওয়ারি।

Related Posts

Leave a Reply