January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

‘বরসা পানি’ শেষ করেই সোজা টিটেনাস নিতে দৌড় রাবিনার 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

‘টিপ টিপ বরসা পানি’ গানটি প্রায় ৩০ বছর পরও একই রকম জনপ্রিয় সিনেমা প্রেমীদের জন্য। এই তো বছর দুই আগেই গানটির রিমেকও তৈরি হয়েছে। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘মহরা’ সিনেমার এই আলোচিত গান নিয়ে ঘটনার শেষ নেই। ভারতের সাময়িকী ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে গানটি নিয়ে তেমনই একটি ঘটনার কথা ফাঁস করলেন রাভিনা ট্যান্ডন। 

ফিল্মফেয়ারকে রাবিনা বলেন, তুমুল জনপ্রিয় এই গানের শুটিংয়ের পর টিটেনাস ইনজেকশন নিয়েছিলেন তিনি।

রাবিনা বলেন, ‘আমরা এমন একটি জায়গায় গানটির শুটিং করি, যেখানে তখন নির্মাণকাজ চলছিল। খালি পায়ে শুটিং করতে খুব অস্বস্তি হচ্ছিল। কিছুটা স্বস্তি দিতে সিনেমার সহকারীরা হাঁটুতে ব্যবহারের জন্য নি প্যাড সরবরাহ করেন। তারপরও ক্ষতি এড়ানো যায়নি। বাড়িতে ফেরার পর দেখি, হাঁটু কেটে গেছে। সঙ্গে সঙ্গেই টিটেনাস ইনজেকশন নিই।’

রাভিনা আরও বলেন, বৃষ্টির গানে শাড়িতে তাঁর আবেদনময়ী পারফরম্যান্স দেখে দর্শকেরা যতই আনন্দ পান, বাস্তবে শুটিং ততটা সহজ ছিল না। এর পেছনে আরও অনেক কষ্টের গল্প আছে।

Related Posts

Leave a Reply