January 20, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা রোজনামচা

রবীন্দ্র জাদেজার স্ত্রীকে চর মারলেন এক পুলিশ কর্মী !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

পুলিশের হাতে লাঞ্ছিত হতে হলো ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভা জাডেজাকে। সোমবার বিকেলে ঘটনাটি ঘটে। সূত্রের খবর, গুজরাটের জামনগরের সারু সেকশন রোডে গাড়ি নিয়ে যাচ্ছিলেন রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভা জাদেজা। সেই সময়ে তার গাড়ির সঙ্গে এক পুলিশ কর্মীর বাইকে ধাক্কা লাগে। এর পরেই সঞ্জয় আহির নামে ওই পুলিশ কর্মী তাকে চড় মারেন বলে অভিযোগ।

বিজয় সিং নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ওই পুলিশ কর্মী রিভা জাডেজাকে শুধু চড় মেরেই ক্ষান্ত হননি। রিভার চুল ধরেও টানাটানি করেন তিনি। পরে স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে। এদিকে, নির্যাতনের এই খবর পাওয়া মাত্রই ব্যবস্থা নেয় গুজরাট পুলিশ। সঞ্জয় আহিরকে গ্রেফতারও করা হয়।

জামনগরের জেলা পুলিশ সুপার প্রদীপ সেজুল জানান, মোটরবাইকে ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গেই রবীন্দ্র জাদেজার স্ত্রীকে শারীরিকভাবে হেনস্তা করেন ওই পুলিশকর্মী। আমরা ওই মহিলার সমস্ত অভিযোগ খতিয়ে দেখছি। অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রবীন্দ্র জাদেজা বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন।

 

Related Posts

Leave a Reply