November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

রাহুল,  দ্রাবিড়  বনাম  K L …

[kodex_post_like_buttons]
রজত পাল 
……………..
 
2002-03 মনে পড়ে ?
সৌরভ তখন দ্রাবিড়কে  দিয়ে  keeping করাচ্ছেন এবং classical cricket এর সমর্থকরা, মায় দ্রাবিড় নিজে যারপরনাই বিরক্ত. কুম্বলেকে বসিয়ে হরভজনকে খেলিয়ে সৌরভ বহু ভক্তের কাছে ভিলেন.
  সেই বিশ্বকাপে স্বপ্নের দৌড়ে সৌরভের দল ফাইনালে উঠে হেরে গেল অমিত শক্তিশালী Australia র কাছে. তবে আমাদের কাছে রূপকথার জন্ম হল.
  একটাই আফসোস, gentleman দ্রাবিড় যদি আজকের KL এর মতন অনুগত হতেন ( চ্যাপেলের  ইশারায় সৌরভকে সরিয়ে captain হবেন কদিন বাদে) তাহলে সৌরভের নেতৃত্বে ভারত আরও অনেক পালক তুলে আনতেন.
  সৌরভের কি দোষ ছিল না ?
ছিল বৈকি. মাঝে মধ্যে স্বৈরতান্ত্রিক হয়ে পড়তেন এবং ঝটকা খেয়ে ফিরে এলেন বটে, তবে 6-7 বছরের স্বপ্নের দৌড়ের পরে ব্যাটিং এ আটকে যাচ্ছিলেন. সেসময়েই টিমে দ্রাবিড়, কুম্বলেরা বিরক্ত হচ্ছিলেন. সৌরভ কোহলির মতন হৈ হৈ করে সবার সাথে মিশতে পারেন নি, যদিও সেওয়াগ, যুবরাজরা follower থেকেই গেছে.
  হৈ হৈ করেই কি কোহলি নিষ্কন্টক ?
না মনে হয়. তার  প্রতিপক্ষ আছে দলে. বিরাটের ব্যাটে খরা দেখা দিলেই মাথা চারা দেবে. দুনিয়া বড়ই স্বার্থপর. ততদিন এই দৌড় চলুক.

Related Posts

Leave a Reply