সাংসদের পর কি কুলি ? মাথায় বোঝা তুলে খবর নিলেন রাহুল
নয়াদিল্লি ও আনন্দ বিহার রেল স্টেশনে কুলিরা বংশানুক্রমিক ভাবে কাজ করেন। কুলিদের লাইসেন্স দেয় রেল। সেই লাইসেন্স বংশানুক্রমে হাত বদল হয় বাবা থেকে ছেলের কাছে। অনেকেই এই নিয়ে দ্বিতীয় বা তৃতীয় প্রজন্ম কুলির কাজ করছেন। তাঁদের অধিকাংশই বিহার ও পূর্ব উত্তরপ্রদেশের মানুষ।
এর আগে ক্ষেতে নেমে হরিয়ানার চাষীদের সঙ্গে ধান বুনেছিলেন রাহুল। পরে তাঁদের পরিবারের মহিলাদের বাড়িতে ডেকে মধ্যাহ্নভোজ করেছিলেন সনিয়া-রাহুল। পর্যবেক্ষকদের মতে, রাহুল লোকসভা ভোটের আগে ন্যারেটিভ তৈরির চেষ্টা করছেন। বোঝাতে চাইছেন নরেন্দ্র মোদী শিল্পপতিদের বন্ধু। তিনি সাধারণ মানের ঘরের লোক। দ্য নেক্সট ডোর নেবার হয়।