চলন্ত ট্রেনে এই ব্যবহার করে খুন হতে হল রেলকর্মীকে
কলকাতা টাইমস :
দিল্লিগামী হামসফর এক্সপ্রেসে ঘটনাটি ঘটেছে বুধবার রাতে।জানা গেছে, বিহারের সিওয়ান থেকে একটি পরিবার হামসফর এক্সপ্রেসের এসি থ্রি টিয়ার কামরায় উঠেছিল। ওই ট্রেনেই ছিলেন রেলের এক গ্রুপ ডি কর্মী। রেলকর্মী কিশোরীকে তাঁর আসনে বসতে বলেন। রাত তখন সাড়ে ১১টা। অভিযোগ, কিশোরীর মা শৌচাগারে গেলে রেলকর্মী কিশোরীর শ্লীলতাহানি করেন।
কিশোরীর মা শৌচাগার থেকে ফিরতেই কিশোরী তার কাছে গিয়ে কাঁদতে শুরু করে। তার পর তাঁকে গোটা ঘটনাটি জানায়। মহিলা তখন তাঁর স্বামী, শ্বশুর এবং ট্রেনের কামরায় থাকা যাত্রীদের বিষয়টি জানান। ট্রেন আইশবাগে পৌঁছতেই রেলকর্মীকে ঘিরে ধরেন কিশোরীর পরিবারের সদস্য এবং যাত্রীরা। তাঁকে বেধড়ক মারধর করা হয়। কানপুর সেন্ট্রাল পৌঁছনো পর্যন্ত রেলকর্মীকে মারধর করতে থাকেন যাত্রীরা। তার পর তাঁকে জিআরপির হাতে তুলে দেন তাঁরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রেলকর্মীকে মৃত বলে ঘোষণা করেন।
রেলকর্মীর পরিবার কিশোরীর পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ করেন। কিশোরীর পরিবারও শ্লীলতাহানির অভিযোগ করেন ওই রেলকর্মীর বিরুদ্ধে।