January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

বাংলা: গভীর নিম্নচাপের জেরে তুমুল ঝড়বৃষ্টি, ১২ ঘন্টা অন্ধকারে কাঁথি  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

তি গভীর নিম্নচাপের জেরে শুক্রবার দিনভর ভারী বৃষ্টির আশঙ্কা বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে । কাঁথিতে ইতিমধ্যেই প্রবল দুর্যোগ চলছে। প্রবল ঝড়-বৃষ্টির ফলে ১২ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনারউপকূলবর্তী এলাকায় সমস্ত ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, গভীর নিম্নচাপ তৈরি হয়েছে ঝাড়খন্ড ও ছত্তিসগড় সংলগ্ন এলাকায়। পূর্ব মধ্যপ্রদেশ হয়ে এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে । মৌসুমী অক্ষরেখা সুলতানপুর হয়ে বিহারের গয়ার উপর দিয়ে রাজ্যের পশ্চিমের জেলা বাঁকুড়ার ওপর দিয়ে বঙ্গোপসাগ অবধি চলে গেছে। ওড়িশা হয়ে বাংলা উপকূলের দিকে এগিয়ে আসবে নিম্নচাপ। এরপরে ক্রমে দুর্বল হবে।

অতি গভীর নিম্নচাপ গতকাল রাতেই দিঘার কাছে স্থলভাগে প্রবেশ করে দুর্বল হয়ে ওড়িশা থেকে ঝাড়খণ্ডের দিকে সরছে। এর প্রভাবে আজও রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। বেশি বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।

গতকালের পর আজও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইছে । গতকাল প্রবল ঝড়ের দাপটে বিপর্যস্ত কাঁথি শহর। বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়েছে। ১২ ঘণ্টারও বেশি কাঁথি শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। এর পাশাপাশি, পর্যটকদের সমুদ্র স্নানে আজও জারি রয়েছে নিষেধাজ্ঞা।  

Related Posts

Leave a Reply