১১ মে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রাজ-শুভশ্রী
নিউজ ডেস্কঃ
পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে গত মার্চে অংটি বদল হয়েছে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর। এবার প্রথা মেনে সাত পাকে বাধা পড়ার পালা। ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় এই জুটির বিয়ে নিয়ে ইতিমধ্যেই টলিপাড়ায় উন্মাদনা তুঙ্গে। বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন রাজ শুভশ্রীও।
খবর, আগামী ১১ মে বাঙালি রীতি মেনেই বিয়ে করছেন রাজ-শুভশ্রী। বিয়ের অনুষ্ঠান হবে দক্ষিণ চব্বিশ পরগনার বাওয়ালি রাজবাড়িতে। আর বিয়ের রিসেপশন হবে ১৮ মে শুভশ্রীর গ্রামের বাড়ি বর্ধমানে।ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে রাজ শুভশ্রীর বিয়ের কার্ড। শুরু হয়েছে নিমন্ত্রণ পর্বও। তবে বিয়ের বিষয়ে এখনই কিছু বলতে রাজি হননি রাজ-শুভশ্রী। তবে কি কোনো সারপ্রাইজ দিতে চাইছেন? সেটাই এখন দেখার বিষয়।